মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬

আমার হাড় কালা করলাম রে (ফেরদৌসী রহমান)



মারফতি গান - আমার হাড় কালা করলাম রে (ফেরদৌসী রহমান) 

আমার হাড় কালা করলাম রে
আরে আমার দেহ কালার লাইগারে
ওরে অন্তর কালা করলাম রে
দুরন্ত পরবাসে ||

ও মনো রে
হাইল্যা লকের লাঙ্গল বাকাঁ
জনম বাকাঁ চাদঁ রে||
তার চাইতে অধিক বাকাঁ হায় হায়
যারে দিছি প্রাণ রে
দুরন্ত পরবাসে,

মনো রে
কূল বাকাঁ গাঙ বাকাঁ
বাকাঁ গাঙের পানি রে ||
সকল বাকাঁয় বায়লাম নৌকা হায় হায়
তবু বাকাঁ রে না জানি
দুরন্ত পরবাসে

মনো রে
হাড় হইলো জড়োজড়ো
আমার অন্তর হইল পোড়া রে ||
পিড়িতি ভাঙ্গিয়া গেলে হায় হায়
নাহি লাগে জোড়া রে
দুরন্ত পরবাসে

আমার হাড় কালা করলাম রে
আরে আমার দেহ কালার লাইগারে
ওরে অন্তর কালা করলাম রে
দুরন্ত পরবাসে ||

Roshic Amar Ghor Bandia- kazi shuvo


vanga tori chera pal by kishor palash


Ami Jare Valobashi Studio Live Folk Box By Kishor Palash On SA TV


তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি


saatkahon (krishnokoli)


Krishnokoli-Dubi dubi


Bondhu Tomar


icche guli icche moto- Krishnokoli


Ghate Lagaiya Dinga_Bangla_Anusha


Gari Choley Na - Sanjeeb Chowdhury


যমুনার জল দেখতে কালো



আবদুর রহমান বয়াতি - মন আমার দেহ ঘড়ি

একটি চাবি মাইরা দিলা ছাইড়া
জনম ভইরা চলিতেছে
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি 
কোন মিস্তরী বানাইয়াছে

থাকের(মাটির) একখান কেস বানাইয়া মেশিন দিল তার ভিতর
ওরে রং বেরং এর বার্নিশ করা দেখতে ঘড়ি কি সোন্দর
ঘড়ির তিন পাটে তে গড়ন সারা
এই বয়লারের মেশিনের গড়া
তিনশো ষাটটি স্ক্রুপ মারা, ষোলজন পাহারা আছে 

ঘড়ি হাইস্পিডিং ফ্যাপসা পেচিং লিভার হইলো কলিজায়
ছয়টি বলে আজব কলে দিবানিশি প্রেম খেলায়
ঘড়ির তিন কাঁটা বারো জুয়েলে, মিনিট কাঁটা হইল দিলে
ঘন্টার কাটা হয় আক্কেলে, মনটারে সেকেন্টে দিসে

ঘড়ির কেসটা ৩২ চাকের, কলে কব্জা বেসুমার
দুইশ ছয়টা হাড়ের জোড়া বাহাত্তর হাজার তার
ও মন, দেহঘড়ি চৌদ্দতলা, তার ভিতরে দশটি নালা,
একটা বন্ধ নয়টা খোলা গোপনে এক তালা আছে। 

দেখতে যদি হয় বাসনা চলে যাও ঘড়ির কাছে
যার ঘড়ি সে তৈয়ার করে ঘড়ির ভেতর লুকাইছে 
পদর্ারও সত্তুর হাজারে
তার ভিতলে লড়ে চড়ে
জ্ঞান নয়ন ফুটলে পরে দেখতে পারবেন চোখের কাছে;
ওস্তাদ আলাউদ্দিনে ভেবে বলছেন,
ওরে আমার মনবোকা;
বাউল রহমান মিয়ার কর্মদোষে হইল না ঘড়ির দেখা

আমি যদি ঘড়ি চিনতে পারতাম,
ঘড়ির জুয়েল বদলাইতাম,
ঘড়ির জুয়েল বদলাইবো
কেমন যাই মিস্ত্ররীর কাছে?

মন আমার দেহঘড়ি
সন্ধান করি, কোন মিস্ত্রী বানাইছে

বন্ধু তোর লাইগা রে


সোনা বন্ধু ভুইলনা আমারেরে...


Dui Chakkar Cycle


RINKU-KANAR HAT BAZAR


Allah Nobijir Naam


Ami To More Jabo-Mehdi (আমি তো মরে যাব)


Guru Ghor Banaila Ki Diya


Hat bharia


bangla song james


Joy Joganandon


Nati Khati Bela Gelo


Bosonto batase soigo bosonto batase


Pubali batas


Barisal song


Noakhali song


"ইতান তুই আর ন জলাইও


Favorite # one



চাটগাইয়া গান - কইলজার ভিতর/ননাইরে

Published on Sep 10, 2012
চাটগাইয়া গান - কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে ও ননাইরে

কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে
সিনার লগে বাঁধি রাইক্কুম তোঁয়ারে, ও ন'নাইরে
কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে

তুই হইলা আঁর কইলজার বডু ফরাণের আদ্দান
তোয়ারে ছাড়া না টিকে আঁর বিদেশ'ত ফরাণ
আর কোনদিন ন'জায়যুম আঁই-
আর কোনদিন ন'জায়যুম আঁই তোয়ারে ছাড়িয়া, ও ন'নাইরে
কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে

তুই হইলা আঁর মধুর বাঁশি মনেরই আশা
তোঁয়ারে ছাড়া খোয়ানডে ফাইয়ুম ভালবাসা
সুন্দর সুন্দর গান শুনাইয়ুম-
সুন্দর সুন্দর গান শুনাইয়ুম নিশিত জাগিয়ারে, ও ন'নাইরে

কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে
সিনার লগে বাঁধি রাইক্কুম তোঁয়ারে, ও ন'নাইরে
কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে